চরমোনাই পীরের সমাবেশকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন জয়নুল
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৯:১৩ PM

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামী আন্দোলনের সমাবেশকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার (২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপির এই নেতা এমন সময়ে এই মন্তব্য করলেন যখন পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে দেশের ইসলামী দলসহ একাধিক রাজনৈতিক দল বিএনপির বিপরীতে অবস্থান করছে।
‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরও দুচার জন রাজনৈতিক নেতাকে নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না- এসব কথা বলা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায় সেজন্য অবিলম্বে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবী জানান তিনি।
তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।