আলী আহসান জুনায়েদ

‘প্রতিপক্ষকে দমনে রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের দিন শেষ’

জুনায়েদ
  © ফাইল ছবি

প্রতিপক্ষকে দমন করার জন্য রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার দিন শেষ বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। 

আজ সোমবার (০৭ জুলাই) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আলী আহসান জুনায়েদ বলেন, “বাংলাদেশে আর কারো মাফিয়াগিরি চলতে পারে না। এর অর্থ একটাই- প্রতিপক্ষকে দমন করার জন্য রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার দিন শেষ।”

আর এটার জন্য অন্যায়ভাবে অর্থের যোগান বন্ধ করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। জুনায়েদ বলেন, এই জন্যই দরকার অন্যায়ভাবে অর্থের যোগান বন্ধ করা। জোর-জবরদস্তিমূলক চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসকে এখনই নির্মূল করতে হবে।”

জুলাই ঘোষণাপত্র ও সনদ বিষয়ে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ- এই দুই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়েই আসবে রাজনৈতিক অস্থিরতা, বৈষম্য এবং দ্বন্দ্বের স্থায়ী সমাধান।”

আপ বাংলাদেশের আহ্বায়ক আরও লেখেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশে যে আশা-আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস ও সাহস জন্ম নিয়েছে, সেটিকে রাজনৈতিক সমঝোতায় রূপ না দিলে- ছাত্র-জনতাই চূড়ান্তভাবে এর সমাধানে এগিয়ে আসবে। আর এই সময়ে সবচেয়ে বেশী প্রয়োজন, তারুণ্যের শক্তিকে গণমানুষের সঙ্গে যুক্ত করা।”

নিজ প্লাটফর্ম সম্পর্কে তিনি বলেন, “আপ বাংলাদেশ সারাদেশব্যাপী 'জুলাইয়ের পথে, জনতার সাথে'- এই শ্লোগানকে সামনে রেখে গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাই জেগে ওঠে।”

সবশেষ তিনি লেখেন, “বাংলাদেশের পরিবর্তনকামী মানুষের লড়াইয়ে আমরা ছিলাম, আছি, থাকবো। পরিবর্তন আনবোই, আসবেই ইনশাআল্লাহ।”


মন্তব্য