আগামী নির্বাচন সুষ্ঠু করতে সক্ষম হব: সিইসি

আগামী নির্বাচন সুষ্ঠু করতে সক্ষম হব: সিইসি
ছবি: সংগৃহীত

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সক্ষম হবেন আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলছেন, নির্বাচন কমিশনার হওয়ার আগে আমরা সরকারের চাকরি করেছি। সে কারনে আমাদের জন্য একটা বিষয় খুবই কষ্টের সেটা হলো- রাতের ভোটের অপবাদ আমাদের সবাইকে নিতে হচ্ছে।

তিনি আজ মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিই্সি বলেন, বিগত নির্বাচন গুলোতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে । এজন্য তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন- ৯১, ৯৬ এবং ২০০১ সালে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনও আমারা সুষ্ঠু করতে সক্ষম হব।

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন- আপনারা আমাদের কথাগুলো প্রতিনিয়ত জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। এই বিশাল প্রচারের‌ জন্য আমাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। এটা আমাদের জন্য বিশাল পাওয়া। আপনারা বাইরের কেউ নন, আপনারা নির্বাচন কমিশনের সহায়ক শক্তি।

তিনি বলেন, আরএফইডির প্রস্তাব অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়টি নির্বাচন কমিশন ইতিবাচক ভাবে বিবেচনা করছে।

আরএফইডির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এবং সভাপতি কাজী এমদাদ উদ্দীন জেবেল এর সভাপতিত্বে "আরএফইডি ফল উৎসব ২০২৫ ও সাংবাদিক এক্সেস কার্ড বিতরণ" অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনারবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।


মন্তব্য