সেনাবাহিনীকে নিয়ে সারজিসের উল্টো সুর!

সারজিস আলম
  © ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সেনাপ্রধান ও সেনাবাহিনী নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। অনেকেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে সরিয়ে দেওয়ার কথাও বলেছেন। এমনকি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও ক্যান্টনমেন্টে আশ্রয় বিগত সরকারের রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রেক্ষাপটে ঠিক উল্টো ‍সুর শোনা গেল এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মুখে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

আজ রবিবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়ে একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন।

পোস্টে কয়েকটি আনপপুলার তথ্য উল্লেখ করে সারজিস আলম লেখেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন। সেখানে ভর্তি থাকা আন্দোলনে আহতদের তিনি দেখতে গেছেন। এই সংখ্যা অন্যান্য সব উপদেষ্টার সম্মিলিত ভিজিটের চেয়েও বেশি।

তিনি আরও লিখেছেন, সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে ঢাকা সিএমএইচে। চিকিৎসা খাতে ব্যক্তি-প্রতি সর্বোচ্চ ব্যয়ও হয়েছে এখানেই।

আহত ও শহীদ পরিবারের সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রেও সেনাবাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।


মন্তব্য