আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিসের ইঙ্গিত দিলেন তারেক রহমান?
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৫ PM

ধারণা করা হয়েছিল শেখ হাসিনার সরকার পতনের পরপরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের মাথায়ও এখনো কেনো তিনি দেশে ফিরেননি এ নিয়ে দেশের রাজনীতির বাতাসে নানান গুঞ্জন বয়ে বেড়াচ্ছে। এরই মধ্যে আগামী নির্বাচন সবার জন্য খুবই গুরুত্বপূর্ন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এ নিয়েও নতুন করে আলোচনা-সমালোচনার ঢাল-পালার জন্ম হচ্ছে। রাজনীতি সচেতনদের মনে প্রশ্ন উঠেছে কেন এমন গুরুত্বপূর্ন বলে ইঙ্গিত দিয়েছেন প্রায় ১৫ বছর লন্ডনে থাকা এ রাজনীতিক?
বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীর অবদান শীর্ষক’ এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনভাবেই আর কোনদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আমি দেশের গণতন্ত্রকামী জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী-পুরুষ, শিশু, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। সবার জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন দৃঢ়ভাবে আশা করি।
সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। অনুষ্ঠানে ফ্যাসিবাদ আন্দোলনে নারীদের অবদানের ওপর একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয় এবং পরে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা মেডেল প্রদান করে আয়োজন কমিটি।