যেখানে শায়েস্তা করতে পারবেন শেখ হাসিনাকে!

শেখ হাসিনা
  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। ২০২৪ সালে ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। দিনটি উদযাপনে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ধাওয়া করার লাইভ গেম শোর ব্যবস্থা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের মূল ফটকের পাশে একটি বুথে এ গেম শোর আয়োজন দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, একটি বড় এলইডি স্ক্রিনে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন আর স্ক্রিনের সামনে ট্রেডমিল মেশিনের মাধ্যমে পেছন থেকে ধাওয়া করছেন গেমে অংশগ্রহণকারীরা। 

গেমে অংশ নেওয়া একজন বলেন, গেমে অংশ নিলাম। দৌড়ানোর মেশিনে দৌড়ালাম। মনে হচ্ছে হাসিনাকে দৌড়ানি দিচ্ছি। একদম বাস্তবের মতো অনুভব হচ্ছে।

অপর এক অংশগ্রহণকারী বলেন, আয়োজনটি দারুণ। এ গেমের মাধ্যমে আমরা গত বছরের এই দিনে হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্তকে স্মরণ করছি।

এদিকে দুপুরে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। শুরুর পরিবেশনায় সাইমুমের শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী। অনুষ্ঠানে থাকছে ধর্মীয় বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা।


মন্তব্য