নির্বাচন নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৭:৪৪ PM
-11246.jpg)
এমনিতেই নির্বাচন নিয়ে চারদিকে চলছে নানান কানাঘুষা। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও কোনো এক অজানা কারণে এ কানাঘুষার ডালপালা এতটাই সরব যে মনে হচ্ছে ঠুনকো অজুহাতে স্থগিত হয়ে যেতে পারে ভোট গ্রহণ। এরই মাঝে এবার সে ফেব্রুয়ারী মাসে সে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া নিয়ে বিস্ফােরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এক শীর্ষ নেতা।
এর মাঝেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কেআইববিতে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে। হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে।
কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতি উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন।
এদিকে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্মতারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সব ভোটারসহ)।
আসন্ন নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ হতে পারে।