ঢাকায় এসেই জামায়াততের সঙ্গে বৈঠকে পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান
  © ফাইল ছবি

বাংলাদেশ সফরে এসেই জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এর আগে ২টার দিকে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইসহাক দারের ঢাকা সফরের তথ্য জানো হয়।

ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এ বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পরিসরসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।


মন্তব্য