‘বিএনপির ফজলুকে দিয়ে জুলাই বিপ্লবীদের হত্যার প্লট তৈরি করা হচ্ছে’
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০২:১৫ PM

৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি বলেছেন, গেল বছর ৫ আগস্টে শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী। তার ভাষায়, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী ‘কালো শক্তি’ জামায়াত।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তিনি দাবি করেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে।
তার ভাষায়, যারা ৫ আগস্টের ঘটনার জন্য দায়ী, তারা কোনো রাজনৈতিক নেতা নয়, তারা কেবল অভিনেতা। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে, এরা রাজাকারের বংশধর। তারা অর্থ-বিত্ত দিয়ে তরুণ সমাজকে প্রলুব্ধ করছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এর বিরুদ্ধে বিএনপির দিক থেকে পিনপতন নিরবতা দেখা গেলেও সাধারণ মানুষ ও জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হচ্ছে।
ফজলুর রহমানের এই বক্তব্য জুলাই আন্দোলনকারীদের হত্যার প্লট তৈরি বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। আজ রবিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
বাংলাকণ্ঠ পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
“৫ আগস্ট যারা ঘটাইসে, তারা সবাই ‘কালো শক্তি’।
হাসিনা না।
কাদেরও না।
কথাটা বলছে বিএনপির নেতা ফজলু।
আজ নতুন না।
সে আজ ১০ মাস ধরে আমাদের এই স্বাধীনতা আর মুক্তি নিয়ে আজেবাজে কথা বলে বেড়াচ্ছে।
বহিষ্কার তো দূরের কথা, বিএনপি ফজলুকে শোকজ পর্যন্ত করে নাই।
মানে ফজলুর এই বক্তব্য বিএনপি ঔন করে।
আসিফ মাহমুদ ২ দিন আগে ঘোষনা দিল যে পাঠ্যবইতে হাসিনাকে গণহত্যাকারী ফ্যাসিস্ট লেখার কাজ চলছে।
এই ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে আসিফের বিরুদ্ধে নোংরামি আর গুজবের ফ্যাক্টরি চালু হয়ে গেল।
কারা করছে, আপনারা সবই জানেন।
মানে ৫ আগস্টকে স্বাধীনতা দিবস বলা যাবে না, হাসিনাকে গণহত্যাকারী লেখা যাবে না।
ফজলুকে দিয়ে মূলত আমাদের এই হুমকিই দেওয়া হচ্ছে।
আগে হুমকি দিত আওয়ামী লীগের হাসিনা, কাদের।
এখন হুমকি দেওয়া শুরু করছে বিএনপির ফজলু।
এই ফজলুরাই কিন্তু আর ৬ মাস পর এমপি হবে। এই ফজলুর কথাতেই পুলিশ চলবে, ডিবি চলবে।
এই ফজলুরাই আমাকে আপনাকে ৫ আগস্ট ঘটানোর "অপরাধে" তুইলা নিয়ে যাবে।
আজকাল রাজনীতি নিয়ে কথা বলতে ভালো লাগে না, বাট ৫ আগস্ট আর জুলাইকে যখন কেউ অপমান করে, তখন না বলে থাকি কেমনে?
অনেকেই বলেন, আওয়ামী লীগ আর হাসিনা ব্যাক করলে নাকি আমাদের ঝুলাইয়া দেবে। বিপ্লবীদের খুন করবে।
বাট আমি মনে করি, বিপ্লবীদের ঝুলাতে আওয়ামী লীগ লাগবে না।
বিএনপি নেতা ফজলুরাই আমাদের ঝুলাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে আমার ধারনা।
কথা শুধু কথা না।
আওয়ামী লীগ ২০০৮ থেকে যে বয়ান শুরু করেছিল, সেই বয়ানের ফলাফল ছিল শাপলা চত্বর গনহত্যা।
বিএনপির ফজলুকে দিয়েও আরও একটা প্লট তৈরি করা হচ্ছে।
যে প্লটের একমাত্র ফলাফল হবে, দিল্লীর বিরুদ্ধে গাদ্দারি করে স্বাধীনতা আনা বিপ্লবীদের করুন মৃত্যু।
ফজলুদের যদি আমরা জিতে যাইতে দিই, তাহলে জুলাইয়ের বিপ্লব আর বিপ্লবীদের মৃত্যু দেখার জন্যও যেন আমরা প্রস্তুত থাকি।”