‘ফকিন্নির বাচ্চা’ প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন রুমিন
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০১:১৫ PM

সম্প্রতি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা চরমে উঠেছে। এনসিপির নেতা আতাহউল্লাহকে হামলা করানো প্রসঙ্গে হাসনাত রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে উল্লেখ করেন। এর পর থেকেই হাসনাতকে নিয়ে একের পর এক বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন রুমিন ফারহানা। এক টকশোতে হাসনাতকে ‘ডাকাতের মতো’ এবং আরেক টকশোতে 'ফকিন্নির বাচ্চা' বলে মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে এবার সাফাই গাইলেন রুমিন ফারহামনা। একটি বেসরকারি টিভি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন:“‘ফকিন্নির বাচ্চা’ কথাটা মানসিকতার বিষয়। এর মানে গরিব হওয়া নয়, বরং চিন্তাভাবনায় নিচুস্তরের মানসিকতা প্রকাশ পায় বলেই এ শব্দ ব্যবহার করেছি।”
তিনি আরও বলেন, হাসনাতের দলের নেত্রী হুমায়রা নূরের ভাষা স্ল্যাম এরিয়ার ভাষার মতো, যা রাজনীতির জন্য অপ্রাসঙ্গিক ও অশালীন।
“ওদের ভাষা বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। ওরা যেভাবে স্লোগান দেয়, আক্রমণ করে বা প্রতিপক্ষকে চিত্রিত করে—তা রাজনৈতিক ভদ্রতার মধ্যে পড়ে না।”
হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমে রুমিন ফারহানাকে 'বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক' বলে কটাক্ষ করেন। এর জবাবে রুমিন ফেসবুকে তার বিরুদ্ধে পাল্টা সমালোচনার পাশাপাশি বিভিন্ন ছবি ও তথ্যে হাসনাতের আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ দেন।
রুমিন বলেন, “আমাকে আওয়ামী লীগ বলার আগে তার নিজের পরিচয়টা দেখুক। যে ছবি আমি দিয়েছি, সেগুলোই বলে দেয় কে কার লোক।”
এই বাকবিতণ্ডা ফেসবুক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ রুমিনের বক্তব্যকে সাহসী বলছেন, আবার কেউ এটিকে অপ্রাসঙ্গিক ও আক্রমণাত্মক বলে সমালোচনা করছেন।
আবার অনেকেই হাসনাত আব্দুল্লাহর জুলাইয়ের অবদান তুলে ধরে বলছেন, সে পূর্বে আওয়ামী লীগ করুক আর যাই করুক, ফ্যাসিবাদি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে দেশকে মুক্তি দিতে তার অবদান সর্বাগ্রে। এজন্য তার পূর্বের লীগের প্রসঙ্গ ধোপে টেকে না। অন্যদিকে আওয়ামী শাসনামলে যেমন রুমিন ফারহানা বিভিন্ন সুবিধা নিয়েছে, তেমনি ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরেও আওয়ামী লীগের জন্য মায়াকান্না করে যাচ্ছে। এজন্য তার বিষয়ে সতর্ক হওয়া জরুরি।
উল্লেখ্য, রুমিন ফারহানা একজন আইনজীবী ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-৫০)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার বাবা ভাষা সৈনিক ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক অলি আহাদ, যিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। বাবার অনুপ্রেরণায়ই রাজনীতিতে যুক্ত হন রুমিন।