জাপার অফিসে ঝড়

জাপা
  © সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে কিছু লোক জাপা কার্যালয়ের সামনে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভিড়ের মধ্যে কয়েকজন ভবনের দিকে ইটপাটকেল ছুড়ে। একপর্যায়ে তারা ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল বাইরে এনে সেগুলোকেও আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ঘটনার আকস্মিকতায় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে, এদিন বিকেলে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। গতকালের ঘটনার বিষয়ে তিনি বলেন, মশাল মিছিলের নামে শুক্রবার জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসেন বেশ কয়েকজন। ওই সময় আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ।


মন্তব্য