ডাকসু নিয়ে যুবদল সভাপতির বিষ্ফোরক মন্তব্য

ডাকসু
  © সংগৃহীত

ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ডাকসু নির্বাচনে তাঁরা জয়লাভ করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ভিসি এবং প্রক্টর জামাতীকরণের মাধ্যমে এ নির্বাচনকে কলুষিত করেছে। এটার মাধ্যমে একটি কলঙ্কিত অধ্যায় রচনা করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় কিশোরগঞ্জে নদী পরিছন্নতা কার্যক্রমে যোগদানেরর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় যুবদলের সভাপতি বলেন, ‘৫ আগস্টের পর সারা বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। গতকাল জাকসু নির্বাচনেও তারা একই কাজ করেছে।’

জামায়াতকে উদ্দেশ করে মোনায়েম মুন্না বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে রাজপথে থেকে দলের নেতা-কর্মীরা ভোট কেন্দ্র পাহারা দিলে মনে হয়না তারা পাড় পাবে। তবে তারা চেষ্টা করবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকেও তারা ছাড়িয়ে গেছে।’

নরসুন্দা নদীর কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় যুবদলের নেতারা ছাড়াও জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা অংশ নেন।


মন্তব্য