জাকসু নিয়ে তারেক রহমানের ছবি কেন ভাইরাল হচ্ছে?
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ PM
-11355.jpg)
জাকসু নিয়ে তারেক রহমানের ছবি কেন ভাইরাল?
জাহাঙ্গীরনগ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে গত দুইদিন ধরে নানা নাটকীয়তা চলছে। ভোটের শেষ মুহূর্তে কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের ভোট বর্জন, তিন শিক্ষকের ভোট বর্জনের পর নির্বাচন কমিশনারের পদত্যাগসহ ১১,৮৪৩ ভোট গণনা করতে ৪০ ঘণ্টার অধিক সময় নেওয়া, কী নেই সেখানে। বাংলাদেশের যে কোনো নির্বাচনের ইতিহাসে এমন বিরল ঘটনা আর ঘটেনাই।
ভোট বর্জন করা বিএনপিপন্থী তিন শিক্ষক হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। আর নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা শিক্ষক হলেন অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনিও বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।
এদিকে জাকসু নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ভোট বর্জন করা জাহাঙ্গীরনগরের বিএনপিপন্থী সেই শিক্ষকরা নির্বাচনের দুই দিন আগে তারেক রহমানের সাথে অনলাইনে গোপন বৈঠক করেছিল বলে দাবি করা হচ্ছে সেই ছবিতে।
এছাড়া নির্বাচনের আগের রাতে জার্মানি থেকে জাতীয়বাদী বুদ্ধিজীবী মারুফ মল্লিককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে হলো কেন? এ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।
একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন নির্বাচন আয়োজনের সাথে জড়িত বিএনপিপন্থী শিক্ষকদের সাথে মিটিং করতে হলো সেই প্রশ্ন রেখেছেন অনেকেই।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাকসুতে এবার মোট ভোটার ১১,৮৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬১১৫, ছাত্রী ৫৭২৮। একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে; কেন্দ্রীয় সংসদে ২৫টি, হল সংসদে ১৫টি পদে।
এবার জাকসু ভোটের মোট প্রার্থী ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৩২ জন, নারী প্রার্থী ৪৬ জন। এখানে পদের সংখ্যা ২৫টি।
মোট ২১টি হল সংসদে পদের সংখ্যা ৩১৫টি। প্রতি হলে পদ সংখ্যা ১৫টি। মোট ৪৪৭ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১১ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন এবং ১০ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন।