আজ থেকে আ.লীগকে ‘নো মার্সি’
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ PM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও অন্যান্য রাজনৈতিক নেতাদের হেনস্তার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর… আজ থেকে… No mercy।”
হামিম ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে পরিচিত।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনা ঘটে। তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যিনি ঘটনার পর সামাজিক মাধ্যমে জানান:“এটি আখতার হোসেনের ব্যক্তিগত ওপর নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের ওপর পরিকল্পিত হামলা।”
তিনি বলেন,“ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের দমন করতেই এই হামলা করা হয়েছে। কিন্তু এটি আখতারকে দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করে তুলবে।”
এদিকে ঘটনার পর ডায়াস্পোরা অ্যালায়েন্স-এর মাধ্যমে একটি জরুরি বিবৃতি দিয়েছে এনসিপি। বিবৃতিতে বলা হয়:এই হামলা শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, বরং এটি কূটনৈতিক ব্যর্থতা।সরকারি সফরে অংশগ্রহণকারীরাও যদি নিরাপদ না থাকেন, তবে বিদেশে কনস্যুলেট ও দূতাবাসগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।
তিন দফা দাবি তোলা হয়েছে:
বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের কাছে সরাসরি অভিযোগ জানাতে হবে।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট ও ফরেন সার্ভিস টিমকে চাকরিচ্যুত করতে হবে।
সফররত সকল নেতার জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়,“জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতিই আজও প্রতিশোধপরায়ণ আক্রমণ চলছে। আখতার হোসেন সেই সাহসী কণ্ঠ, যাকে খুনী হাসিনা সরকার গ্রেপ্তার করে নির্যাতন চালায়। আজও সেই মূল্য দিতে হচ্ছে।”
এই ঘটনার পর শুধু প্রবাসী বাংলাদেশি রাজনীতি নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে চালানো হামলার দায় আওয়ামী লীগের সমর্থকদের ওপর চাপানো হলেও, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি।