রাজনীতি চর্চা হবে কর্মীদের সহযোদ্ধা ভাবা, কর্মচারী নয়: ড. নয়ন বাংগালী

বিএনপি
  © সংগৃহীত

রাজনৈতিক সহকর্মীদের কর্মচারী মনে করার মানসিকতার পরিবর্তে সহযোদ্ধা হিসেবে ভাবার চর্চা করার মধ্য দিয়েই প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। অন্যথায় দলের ভেতর যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না বলে মন্তব্য করেন তারা। 

গত ২৫ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মেরিল‍্যান্ড স্টেট বিএনপির উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। 

মেরিল‍্যান্ড স্টেট বিএনপির বিএনপির সভাপতি সাহেদ খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ কাজলের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী কবি জসিমউদ্দীনের মেয়ে ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব‍্যরিস্টার মওদুদ আহমেদ এর স্ত্রী হাসনা মওদুদ।

এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সমাজকর্ম গবেষক ও ওয়াশিংটন ভিত্তিক পলিটিক্যাল থিংক ট্যাংকের নির্বাহী প্রধান ড. গোলাম রাববানী নয়ন বাংগালী। 

ড. নয়ন বাংগালী বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকে খালেদা জিয়ার ভিশন ২০৩০ কে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন রাষ্ট্র পরিচালনার মূল নকশা হিসেবে ৩১ দফা প্রনয়ণ করা হয়েছে। আমাদের লক্ষ্য হবে এই ৩১ দফাকে বাস্তবায়ন করা। সেজন্য পৃথিবীর যে প্রান্তেই বিএনপির নেতাকর্মীরা থাকুক না কেন, সেই লক্ষ্য পূরনে আমরা বদ্ধপরিকর। 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ। 

বিএনপির ৩১ দফা ক্যাম্পেইনের মাধ্যমে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। 
 
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মোহন খান, নারায়নগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি এটিএম কামাল, বিভিন্ন স্তরের পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিটি কাউন্টির প্রতিনিধিরা অংশগ্রহণ করে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে আলোচনা করেন। 


মন্তব্য