‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ প্রশ্নে কী বললেন তারেক?

তারেক
  © ফাইল ছবি

বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দলীয় শাসনামলে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভোটারদের কীভাবে দুর্নীতি ইস্যুতে আশ্বস্ত করবে, তা নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন।

সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়: “বিএনপি সরকারে থাকাকালীন সময় দেশে দুর্নীতির প্রসার ছিলো—এ নিয়ে তখন বিস্তর আলোচনা-সমালোচনা হয়। আন্তর্জাতিক দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষে। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে ভোটারদের কীভাবে আশ্বস্ত করবেন?”

জবাবে তারেক রহমান বলেন:“আপনি বললেন ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’। তখন (১৯৯৬–২০০১) আওয়ামী লীগ সরকারে ছিল। আমরা ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে জয়ী হয়ে ১০ অক্টোবর সরকার গঠন করি। এর দুই-তিন মাস পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) একটি সূচক প্রকাশ করে। মাত্র তিন মাসের মধ্যে কোনো সরকারের পক্ষে ভালো-মন্দ কিছু করার সুযোগ থাকে না।

ওই সূচকটি আমাদের আগের সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ডের ভিত্তিতেই তৈরি হয়েছিল।”

তারেক রহমান আরও বলেন,“আপনি যদি বিএনপির ২০০১–২০০৬ মেয়াদের টিআইবি রিপোর্টগুলো দেখেন, তাহলে দেখবেন—ধাপে ধাপে সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হয়েছে।”

দুর্নীতি রোধে বিএনপির অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন:“হ্যাঁ, হয়তো পুরোপুরি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারিনি—এই বাস্তবতা আমাদের বুঝতে হবে। এটি একটি সামাজিক ব্যাধি। তবে এই বিষয়ে কাজ করে যেতে হবে।

আমি যত কথাই বলি না কেন, জনগণকে আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দেখাতে হবে। যদি সুযোগ পাই, আমরা এমন একটি অবস্থা তৈরি করতে চেষ্টা করবো, যেখানে বিশ্ব দরবারে কিছুটা হলেও সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।”


মন্তব্য