সংস্কার দাবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ ঝাড়লেন হাসনাত
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপর ক্ষেপলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘সচিবালয়ে দিনের পর দিন ফাইল আটকে রেখে গুন্ডামি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই মন্ত্রণালয়ের সংস্কার এখন সময়ের দাবি।’
আজ রবিবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৫ দফা দাবি জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় পিএসসির আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে হাসনাত বলেন, ‘পিএসসি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট। পিএসসি চেষ্টা করলেও তারা এখনো নানা জায়গায় সীমাবদ্ধ।'
এনসিপির এই নেতা আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলারা ভাগ-বাটোয়ারা আর পোস্টিং নিয়ে ব্যস্ত। বর্তমান আমলারা বাস্তবতা ধারণ করতে পারছেন না, মান্ধাতার আমলের মনোভাব নিয়ে চলছেন তারা। যুগের সাথে তারা তাল মিলাতে পারছেন না।’
আজ সকালে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে ১৫ দফা প্রস্তাবনা জমা দেন। স্বচ্ছতা রক্ষার্থে বিসিএসের প্রিলি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করাসহ ১৫ দফা প্রস্তাবনা নিয়ে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে ২ ঘণ্টা আলোচনা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।