যুক্তরাষ্ট্রে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিএনপি
  © সংগৃহীত

ঐতিহাসিক ০৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। দিবসটি পালন উপলক্ষ্যে স্থানীয় সংগঠন সমূহের উদ্যোগে ০৯ নভেম্বর, ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া। বিএনপির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা মোতাহার হোসেন যৌথভাবে সভা সঞ্চালনা করেন।

সভার শুরুতেই যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ সভাপতি এটিএম হেলালুর রহমান পবিত্র কুরআন তেলাওয়াত এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে এবং ২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদ ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভার বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং তারেক রহমান ও তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, শামসুল ইসলাম মঞ্জু,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, এডভোকেট কাজী খায়রুল বাশার, নাসিম আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এটিএম হেলালুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাস এর সদস্য সচিব সোহরাওয়ার্দী জাহাঙ্গীর,  মোস্তাক আহমেদ, আবুল কালাম, ইউসুফ আলী, সাইফুল ইসলাম, মির্জা আজম, আজিজুল বারী তিতাস, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, এডভোকেট শাহনাজ পারভীন জোসনা, যুবদল নেতা মশিউর রহমান রুবেল,জাহিদ হোসেন সুমন প্রমুখ বক্তব্য দেন। 

বক্তারা ৭ই নভেম্বরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষায় তাঁর অবদান এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গঠন করার ক্ষেত্রে ভূমিকা সে বিষয়ে বিশদ আলোচনা করেন। সভার বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যেকোনো পক্ষের ষড়যন্ত্রকে প্রতিহত করার অঙ্গীকার করেন। তারা বলেন, বিএনপি'র সকল স্তরের নেতাকর্মীরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অধিকাংশ বক্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী নেতাকর্মীদের সমন্বয় যুক্তরাষ্ট্র বিএনপির একটি কমিটি গঠনের জন্য আবেদন করেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। শহীদ জিয়ার ঘোষণার পরে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করি। তিনি বলেন, ৭৫ পরবর্তী ঘটনার পরে এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিয়েছিলেন এবং তিনি একটি আধুনিক বাংলাদেশ গঠনের কাজ যখনই শুরু করেছেন ঠিক তখনই একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার ও বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হলেও ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে বিগত ১৬ বছর হত্যা করা হয়েছে। সোলায়মান ভুইয়া বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একটি অবাধ ও নিরপেক্ষ  নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী নির্বাচনে বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীকে ধানের শীষ মার্কায় পক্ষে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মোহাম্মদ কাশেম, জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, সিবিএ নেতা আলাউদ্দিন মাতব্বর, আবু তাহের,  হারুনুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, আব্দুর রহিম, রাজা চৌধুরী,  সাইদুল ইসলাম, ফয়সাল হোসেন, শহীদুজ্জামান , নাঈম হোসেন অ্যাডভোকেট আলা উদ্দিন আহমেদ প্রমুখ।


মন্তব্য