অভ্যুত্থান নিয়ে যে কথা বললেন ফখরুল
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ PM
প্রায় দেড় বছর আগে ৫ আগষ্ট সংগঠিত গণঅভ্যুত্থান নিয়ে নতুন স্বপ্নের কথা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার প্রয়াত সহধর্মিনী উম্মে সালমা আলো‘র প্রনীত গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আসুন ২৪-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি। আমরা সবাই সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, যে ছেলেগুলো প্রাণ দিয়েছে- তাদের যে আত্মাহুতি তা যেন বৃথা না হয়ে যায়। আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি।
অধ্যাপক মাহবুব উল্লাহ‘র বর্ণাঢ্য কর্মময় জীবন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা বৈষম্য বিরোধী অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেয়া, তাদের ভোটের অধিকার পৌঁছে দেয়া, একটা গণতান্ত্রিক, আধিপত্যবাদবিরোধী এবং একই সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুব উল্লাহ যে অনবদ্ধ ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার কোন উপায় নেই। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, যতগুলো পড়েছি সবগুলোতে দেখেছি যে, একই সুর বেজে উঠেছে। বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, বৈষম্যবিরোধী এবং মানুষের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই, সেটাই তিনি তার লেখায় তুলে ধরেছে।
গ্রন্থসমূহ হচ্ছে, মাহবুব উল্লাহর লেখা ‘পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন’, ‘বঙ্গভঙ্গ’, ‘আমার জীবন ও আমার সংগ্রাম’ এবং উম্মে সালাম আলো‘র লেখা ‘জয়নপারের আলো’।
উম্মে সালমা আলো‘র সঙ্গে ওই সময়ে আত্মগোপনে থাকা বামপন্থি নেতা মাহবুব উল্লাহর সাথে বিয়ে অনুষ্ঠানের স্মৃতিও রোমন্থ করেন মির্জা ফখরুল। ৯ই ডিসেম্বর মাহবুব উল্লাহর ৮১তম জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি প্রত্যাশা করছি যে, তার এই জন্মদিন আরো অনেকদিন আসুক। আমাদের জীবনে মাহবুব উল্লাহ ভাই তার পান্ডিত্ব দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন এই আশা আজকে আমি ব্যক্ত করছি।
অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, এদেশের মানুষ শুধু সুদিন দেখার জন্য, ভালো সময় দেখার জন্য ত্যাগ স্বীকার করছে। অনেক অত্যাচারিত হয়েছে, সেই বৃটিশ শাসনের আমল থেকে তারও আগে থেকে লড়াই-সংগ্রাম করেছে। শুধু একবার ভালো সময় আসবে এই ভেবে। সামনে দিনগুলো যাতে অত্য্যচার-অবিচার, মানুষের অমযার্দা যাতে না হয়- এটাই আমার আজকের প্রত্যাশা। একটি মুক্ত, স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক সেইটাই আমরা চাই।
কবি আবদুল হাই শিকদারের সঞ্চালনায় সভায় জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক হায়াত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক নিলুফার সুলতানা, অধ্যাপক নুরুল আমিন বেপারী, ব্রাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অধ্যাপক মাহবুব উল্লাহ‘র বড় মেয়ে নায়লা তাহসিনা মাহবুব প্রমুখ বক্তব্য রাখেন।