রাজনীতির প্রশিক্ষন ছাড়া দেশের মূল সংষ্কার সম্ভব নয়: ড নয়ন বাংগালী
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ AM
দেশের অনেক বিজ্ঞ রাজনীতিবিদ এখনো তার দলের কর্মীদের অন্ধকারে রেখে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সমাজকর্ম গবেষক ও ওয়াশিংটন ভিত্তিক পলিটিক্যাল থিংক ট্যাংক আর্ন্তজাতিক সংগঠন স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. গোলাম রাববানী নয়ন বাংগালী।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যপাী 'রাজনীতির নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ' কর্মসূচির উদ্ধোধনী পর্বে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মইন খান। তিনি বলেন, স্কুল অব লিডারশিপের এই উদ্যোগ দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। কারন এটি এখন সময়ের দাবী।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
সূচনা বক্তব্যে ড. নয়ন বাংগালি বলেন, আমরা বিগত ফ্যসিস্ট আমলে কোনো ভাল কাজ করতে পারিনি। সবার প্রচেষ্টায় সেই সেই ফ্যাসিস্টের পরিবর্তন হয়েছে। কিন্তু আগামীতেও আমরা কাজ করতে পারবে কি না জানি না। কারণ, এখনো অনেক বিজ্ঞ রাজনীতিবিদ কর্মীদের অন্ধকারে রেখে ব্যবহার করতে চায়। তাই আমরা মাঠের কর্মীদের চোখে নূতন স্বপ্ন দেখাই। আমরা তাদের (কর্মীদের) তৈরী করি, সজাগ করি। এজন্য বড় দলের অনেক নেতারাও এই প্রশিক্ষন নাও চাইতে পারেন।
অনুষ্ঠােনর দ্বিতীয় পর্বে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনিও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্লাশ নেন।
মূলত স্কুল অব লিডারশিপ এর পাঁচটি বৃহৎ সেলের মধ্যে বাংগালির পাঠশালা রাজনীতির পাঠশালা হিসেবেই সমাদৃত ও পরিচিতি লাভ করেছে। তারই ধারাবাহিকতায় এই প্রথম সংগঠনের মাঝ্যমে দেশে গ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছে।
সেমিনরে ক্লাস পরিচালনা করেন ফয়েজ কাওসার ও এডভোকেট আমিনুল ইসলাম মনির। এছাড়া অনুষ্ঠানে বিএনপি দলীয় সাবেক এমপি নিলুফার ইয়াসমিন মনি শপথ বাক্য পাঠ ও জাহাঙ্গীর আলম মিন্টু সার্টিফিকেট বিতরন করেন। অধ্যাপক শরিফুল করিমের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।