দক্ষিণ আফ্রিকায় সপ্তাহব্যাপী 'জুলাই বিয়োন্ড বর্ডারস'র উদ্বোধন

জুলাই বিপ্লব
  © সংগৃহীত

জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে জুলাই যোদ্ধাদের স্মরণে সপ্তাহব্যাপী ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন করেছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। গতকাল (৩০ জুলাই) বুধবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যেগে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্ধাধন করেন সেখানকার হাইকমিশনার শাহ্ আহমেদ শফী। 

অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার উপস্থিত সকলকে স্বাগত জানান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তিনি আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন। পরে প্রদর্শিত প্রামাণ্যচিত্র দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশী নাগরিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত (শনিবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এবং রবিবার ব্যতীত) বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে এ আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে।

এর মধ্যে ৪ আগস্ট সোমবার আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুধু বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগস্ট জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজনের মধ্য দিয়ে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে। বিজ্ঞপ্তি


মন্তব্য