মানুষ ও কোয়ালার অদ্ভুত মিল!

গবেষণা
  © সংগৃহীত

দেখতে আলাদা হলেও মানুষের সাথে অদ্ভুত কিছু জিনিসের মিল আছে বন্যপ্রাণী কোয়ালার। ব্যাপারটি অদ্ভুত মনে হলেও সত্য। 

অস্ট্রেলিয়ার স্থলচর মারসুপিয়াল কোয়ালার (Phascolarctos cinereus) আঙ্গুলের সাথে মানুষের আঙ্গুলের মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অর্থ্যাৎ মানুষের যেমন আঙ্গুলের চাপ থাকে, ঠিক একই রকম ফিঙ্গারপ্রিন্ট আছে কোয়ালারও। যা হুবহু মানুষের মতোই।

বিজ্ঞানীরা দেখেছেন, কোয়ালার ফিঙ্গারপ্রিন্টে loops, whorls, arches—এই প্যাটার্নগুলো এতটাই মানুষের মতো যে মাইক্রোস্কোপেও ধরা পড়ে না। শুধু তাই  নয় অনেক সময় ফরেনসিক এক্সপার্টরাও বিভ্রান্ত হয়ে পড়েন। 

এমনকি ১৯৯৬ সালে বিজ্ঞানী Maciej Henneberg এর এক গবেষণায় বলা হয়েছিল—মানব ও কোয়ালা ফিঙ্গারপ্রিন্টের মাঝে পার্থক্য করা প্রায় অসম্ভব।
এই অসাধারণ মিল এসেছে "convergent evolution" এর মাধ্যমে—মানে দুই ভিন্ন প্রজাতি, ভিন্ন পথে, একই ধরনের সমস্যার সমাধানে একই রকম বৈশিষ্ট্য তৈরি করে ফেলেছে।

কোয়ালার ক্ষেত্রে, এটা তাদের গাছের ডাল ধরার, খাবার সংগ্রহের সুবিধার্থে হয়েছে।

মজার ব্যাপার হলো, তাত্ত্বিকভাবে কোয়ালা যদি কোনো ক্রাইম সিনে উপস্থিত থাকে, তবে সে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রমাণও "দিয়ে" ফেলতে পারে। যদিও বাস্তবে এমন কিছু ঘটেনি। প্রকৃতি মাঝে মাঝে আমাদের এভাবেই চমকে দেয়।

তাইতো বলা হয় বিজ্ঞান কেবল জ্ঞান নয়, বিস্ময়েরও খনি বটে। 


মন্তব্য