ফেসবুকের নতুন আয় নীতি

ফেসবুক
  © ফাইল ছবি

ফেসবুক তাদের কনটেন্ট মনিটাইজেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে পুরনো আয় প্রোগ্রামগুলো তথা—Reels Ads, In-stream Ads ও পারফরম্যান্স বোনাস। এগুলোর জায়গায় চালু হয়েছে নতুন ব্যবস্থা Unified Content Monetization Program (CMP)।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ফলোয়ার শর্তে। আগে মনিটাইজেশন শুরু করতে যেখানে ১০ হাজার ফলোয়ার প্রয়োজন ছিল, এখন সেই সংখ্যা কমিয়ে আনা হয়েছে ৫ হাজারে। এতে নতুন নির্মাতারা আরও দ্রুত আয়ের সুযোগ পাবেন। তাছাড়া CMP চালুর পর এমন কনটেন্ট থেকেও আয় সম্ভব হচ্ছে, যেগুলো আগে মনিটাইজেবল ছিল না, তবে মুছে ফেলা হয়নি।

তবে নতুন এই নীতিকে ঘিরে গুজবও ছড়িয়েছে। কেউ দাবি করছেন ফেসবুক fact-checking বন্ধ করে দিয়েছে বা কিছু দেশীয় fact-checker-কে বাদ দিয়েছে। বাস্তবে এসবের কোনো প্রমাণ নেই। Meta স্পষ্ট করেছে যে, ভুয়া তথ্য ঠেকাতে fact-checking ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।

আরও কিছু ভ্রান্ত ধারণা রয়েছে—যেমন রাজনৈতিক বা ধর্মীয় কনটেন্টে আর কোনো বিধিনিষেধ নেই, সব শব্দ ব্যবহার করা যাবে ইত্যাদি। কিন্তু ঘৃণাত্মক বক্তব্য, সহিংসতা উসকে দেওয়া কিংবা ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে ফেসবুকের নিয়ম এখনো কার্যকর আছে।

ডিজিটাল বিশেষজ্ঞরা বলছেন, CMP নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তবে ভুল তথ্য বা গুজবে বিভ্রান্ত হলে তা ক্ষতির কারণ হতে পারে।


মন্তব্য