তোলপাড় সৃষ্টি করল ইউরোপের দেশ

এআই
  © সংগৃহীত

দুর্নীতি দমনে অভিনব পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশ আলবেনিয়া। দেশটির মন্ত্রিসভায় যুক্ত হয়েছে এক ভিন্নধর্মী সদস্য—তিনি মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এআই বটটির নাম রাখা হয়েছে ‘দিয়েলা’, যা আলবেনীয় ভাষায় ‘সূর্য’ অর্থে ব্যবহৃত হয়। নতুন এই মন্ত্রীকে নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে আলোড়ন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা গত বৃহস্পতিবার তাঁর চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, দিয়েলা দুর্নীতি দমনে কাজ করবেন। সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডারই তত্ত্বাবধান ও অনুমোদন করবেন তিনি।

এআই দিয়ে তৈরি এই ভার্চুয়াল মন্ত্রী দিয়েলা মূলত সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের হওয়া সব চুক্তি পুনর্মূল্যায়ন করবে। মূল্যায়ন শেষে অনুমোদন দেবে। এরই মধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা দিতে শুরু করেছেন মন্ত্রী। ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক সেবা প্রক্রিয়া সহজ করতেও কাজ করছেন।

এদিকে এআই মন্ত্রী দিয়েলা শুধু আলবেনিয়ায় নয়, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে সত্যিই কি দুর্নীতি দমনে কাজ করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এই প্রশ্ন অনেকের। 


মন্তব্য