পুঁজিবাজার নিয়ে টিভি চ্যানেলগুলোকে সরকারের নির্দেশ

পুঁজিবাজার
  © ফাইল ছবি

পুঁজিবাজার নিয়ে ব্যাপকহারে বাড়ছে প্রতারণা। এমতাবস্থায় দেশের ৩৫টি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে বিনা খরচে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধে দেশের সব টেলিভিশন চ্যানেলকে বিনা খরচে নির্দিষ্ট সময়ে স্ক্রলে সচেতনতামূলক বার্তা প্রচারে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ছাড়া, জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে জনস্বার্থে বিনিয়োগ শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে নির্দেশনায়।

যে বার্তাগুলো টিভি স্ক্রলে প্রচার করতে বলা হয়েছে-
• বিনিয়োগে সচেতন হোন— গুজব বা প্রলোভনে বিনিয়োগ না করে, প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করুন
• সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী
• বিস্তারিত জানতে ভিজিট করুন: www.finlitbd.com এবং https://www.youtube.com/@financialliteracyprogramba6178।  

নির্দেশনায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং গণঅধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনসহ ৩৫ টিভি চ্যানেলকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— এটিএন বাংলা, চ্যানেল আই, একুশে টেলিভিশন, এনটিভি, আরটিভি, বৈশাখী টিভি, বাংলাভিশন, দেশ টেলিভিশন, মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টেলিভিশন, বিজয় টিভি, সময় মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাছরঙ্গা টেলিভিশন, চ্যানেল-৯, চ্যানেল-২৪, জিটিভি, একাত্তর মিডিয়া, এশিয়ান টিভি, এস এ চ্যানেল, যমুনা টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, ডিবিসি নিউজ, নিউজ টোয়েন্টিফোর, বাংলা টিভি, দুরন্ত টিভি, নাগরিক টিভি, আনন্দ টিভি, টি-স্পোর্টস, নেক্সস টেলিভিশন, এখন টিভি, গ্লোবাল টিভি এবং চ্যানেল এস।

নির্দেশনায় আরও বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির পত্রের মর্ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।


মন্তব্য