বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

বাংলাদেশ ব্যাংক
  © ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ব্যবহার করে চালু করা ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইটের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতারণামূলক এসব কর্মকাণ্ড থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি https://dbbloan.com এবং https://bdloan71.com নামের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ভুয়া ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সম্পর্ক নেই, বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য— যেমন নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল, জাতীয় পরিচয়পত্র নম্বর ইত্যাদি— চাওয়া হচ্ছে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস এবং আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইনে বা অফলাইনে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিয়েছে— এ ধরনের ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো তথ্য প্রদান, যোগাযোগ বা লেনদেন না করতে। পাশাপাশি, যেকোনো আর্থিক লেনদেনের আগে ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য