বাবুপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ PM

বাবুপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. বশির আহমেদ।
সভায় বক্তব্য দেন সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ দুলাল, সহ-সভাপতি আব্দুর রহিম, সদস্য গোলাম সরোয়ার স্বপন, মেজবাহউদ্দিন কপিল ও মো. আদিল।
এ সময় বক্তারা বলেন, ১৯৮৪ সালে এই সমিতি প্রতিষ্ঠিত হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশে ছিলেন, আশা করি আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এ সমিতির অনেক উন্নয়ন হবে ,ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সমিত রং নিজস্ব জায়গায় একটি মার্কেট হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।