শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই যে সুখবর পাবে বাংলাদেশ
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:০৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:০৮ PM

টেস্ট সিরিজে পরাজয়ের পর এবার ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
এই সিরিজ দিয়েই ওয়ানডেতে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মেহেদি হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান দশম, রেটিং পয়েন্ট ৭৬। তবে এই সিরিজে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নবম স্থানে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে টাইগারদের সামনে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে বাংলাদেশ। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় নবম স্থান নিশ্চিত হবে টাইগারদের। নবম থেকে দশম স্থানে নেমে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও নবম স্থানের ওপরে উঠতে পারবে না বাংলাদেশ। ৭ রেটিং বেড়ে যাওয়ায় ৮৩ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে টাইগাররা। লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হলে ২ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৭৪ রেটিং নিয়ে দশম স্থানেই থাকবে টাইগাররা।
বর্তমানে ১০৪ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে সিরিজ বা মাত্র ১ ম্যাচ হারলে পঞ্চম স্থানে নেমে যেতে হবে তাদের। চতুর্থ স্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে শ্রীলঙ্কাকে।