পেশিশক্তি দেখাচ্ছে তামিম?
- স্পোর্টস ডেস্ক:
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ AM

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ও বিএনপির কর্মী ইশরাক হোসেনকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি প্রার্থী ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে তিনি বিসিবি নিয়ে গুরুতর অভিযোগ তোলেন।
রবিবার রাজধানীতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন নয় বরং “সিলেকশন” চলছে।
তামিম অভিযোগ করেন, “আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি নিরপেক্ষ একটি প্রক্রিয়ার প্রত্যাশায়। কিন্তু কাউন্সিলর মনোনয়ন নিয়ে যা ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক। জেলা ও বিভাগীয় পর্যায়ে সভাপতির পক্ষ থেকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন গঠনের পর যেকোনো সিদ্ধান্ত কমিশনের মাধ্যমেই হওয়ার কথা। অথচ ১৭ সেপ্টেম্বর পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মনোনয়ন জমার সময়সীমা একতরফাভাবে বাড়ানো হয়, পরে আবারও সময় বাড়ানো হয় ২২ সেপ্টেম্বর পর্যন্ত—এটা পরিচালকদের মতামত ছাড়াই হয়েছে।”
তামিমের অভিযোগ, এবার হঠাৎ করে বিভিন্ন জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি গঠন করে সেখান থেকেই কাউন্সিলর মনোনয়ন বাধ্যতামূলক করা হয়েছে, যা বিসিবির গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।
“যাকে খুশি অ্যাডহক কমিটিতে ঢোকানো হচ্ছে, আবার বাদও দেওয়া হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত পক্ষপাত। আমি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সঙ্গে কথা বলেছিলাম। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা,” বলেন তামিম।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়ম হলে প্রয়োজনে বিসিবি ভবন ঘেরাও করা হবে।
রোববার ঢাকায় জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।
ইশরাক বলেন,“বর্তমান সরকার একটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। কিন্তু ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ আমরা মানি না।”
তিনি আরও বলেন,“বিসিবির গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে অ্যাডহক কমিটি কাউন্সিলর মনোনয়ন দেবে। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ এবং খ্যাতনামা সংগঠকেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি অন্যায়ভাবে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমাদের বাধ্য হয়ে বিসিবি ভবন ঘেরাও করতে হবে।”
অন্যদিকে বিসিবি সভাপতির অধীনে কাজের পরিবেশ ‘অনুকূল নয়’ উল্লেখ করে সিসিডিএম-এর ভাইস-চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “সভাপতি কেবল নিজের ঘনিষ্ঠদের নিয়ে কাজ করেন। আমি বহুবার চেষ্টা করেও নিজের অবস্থান খুঁজে পাইনি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেব।”
এদিকে ইশরাককে নিয়ে তামিম ইকবালের এই সংবাদ সম্মেলন ভালোভাবে নেয়নি নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের এই কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই অভিযোগ তুলেছেন, তামিম ইকবাল পেশিশক্তি দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, লেজুড়বৃত্তিক রাজনীতি করে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটকে কী উপহার দিবেন?