ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি

ভারত
  © ফাইল ছবি

বহু নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের এশিয়া কাপ, তবে এখনো এর রেশ কাটেনি। টুর্নামেন্টে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা যেন নতুন মাত্রা পেয়েছে। ফাইনালে ভারতের আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এমনকি সাবেক তারকা রশিদ লতিফ তো সরাসরি ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারতীয় দল। ফাইনাল শেষে নাকভি মঞ্চে থাকায় ট্রফি নিতেই অস্বীকৃতি জানায় ভারত। ফলে সূর্যকুমার যাদবদের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করেন।

এদিকে ভারতের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। অন্য কোনো খেলায় তাই হত। কিন্তু আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। ফলে সেটা হবে না। ক্রিকেটের জন্য কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হল।’

ভারতের জন্য আবার কিছুটা সহানুভূতি দেখিয়েছেন শোয়েব মালিক। তার বক্তব্য, ‘ভারতীয় খেলোয়াড়দের ওপর খুব চাপ ছিল। ট্রফি জিততেই হত। আর তারপর কিনা ট্রফিটাই হাতে পেল না। আজ হয়তো এটা নিয়ে খুব লাফালাফি করছে। কিন্তু কয়েক বছর এই সিদ্ধান্ত নিয়ে ওরা চিন্তা করতে বাধ্য হবে। মনখারাপ হবে। ভাববে যে এত কষ্ট করে জিতলাম। কিন্তু ট্রফি পেলাম না।’


মন্তব্য