আফগানদের নিয়ে কী বললেন আফ্রিদি?

আফগানিস্তান
  © ফাইল ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাতের ঘটনা ঘটেছে। আফগান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগন জেলায় ৩ জন আফগান ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

নিহত ক্রিকেটাররা হলেন—কাবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা একটি প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে নিজ গ্রামে ফেরার পথে হামলার শিকার হন।

ঘটনার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

ঘটনার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়েছেন। আফ্রিদি বলেন,“পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, সীমান্ত খুলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে ৩৫০টি আফগান পরিবারকে সহায়তা করি।”

তিনি আরও বলেন,“দুঃখের বিষয়, আফগানিস্তান সম্প্রতি এই উপকার ভুলে সীমান্তে আগ্রাসন চালিয়েছে। আমাদের সেনাবাহিনী এর যথাযথ জবাব দিয়েছে। আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম একটি ইসলামী দেশ। আফগানদের এমন কোনো দেশের হাতিয়ার হওয়া উচিত নয়, যারা পাকিস্তানে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।”


মন্তব্য