সিরিজে ফিরতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- স্পোর্টস ডেস্ক:
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০১:২১ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০১:২১ PM
-12924.jpg) 
                                  বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই সবচেয়ে বড় দুশ্চিন্তা দুর্বল ব্যাটিং। তিন ফরম্যাটেই ব্যাটারদের ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে দলের ব্যাটিং একেবারে অনিয়মিত।
সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জয় পেলেও সেখানে ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়েছে। চট্টগ্রামে ফরম্যাট বদলে টি-টোয়েন্টিতে নামলেও ব্যাটিং দুরবস্থা কাটেনি। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ১৬ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। দলের সর্বোচ্চ রান করেছিলেন পেসার তানজিম হাসান সাকিব—যা ব্যাটিং লাইনআপের দুরবস্থারই প্রতিফলন।
এ অবস্থায় সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। একাদশে পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। রান খরায় ভোগা শামীম পাটোয়ারীর জায়গায় ফিরতে পারেন জাকের আলি অনিক। অন্যদিকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, তার স্থলে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজ জিততে প্রতিশোধ নিতে চায় ক্যারিবীয়রা। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ :
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ :
ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডন সিলস।
 
 
                     
                     
 
              