জাকসু নিয়ে যা বললেন কুদ্দুস বয়াতী

জাকসু
  © ফাইল ছবি

প্রায় ৩৩ বছঅর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। তবে ভোটগ্রহণের পর গণনায় দেখা দেয় ধীরগতি। প্রায় ৪০ ঘণ্টার পর ভোট গণনা শেষ হয়েছে আজ ।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

এদিকে নির্বাচনের ফলাফলে ধীরগতি ও স্বচ্ছতা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় থামছেই না। এই বিতর্কে এবার মুখ খুলেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিষেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!’

তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই পোস্টটির নিচে মন্তব্য করে নিজেদের ক্ষোভ, হতাশা ও রসিকতা প্রকাশ করছেন।

আতিকুল হাসান নামের একজন মন্তব্য করেছেন, ‘নির্বাচন কমিশন আছে ঝামেলায়। কার মন রাখবে- বিএনপি নাকি জামায়াত।’আরেকজন লিখেছেন, ‘ছাত্রলীগ-ছাত্রশিবির মিলে যেভাবে শিবিরকে জয় করায়, আমার মনে হয় জাতীয় নির্বাচনও যদি এমন হয়, জামায়াত সরকার গঠন করে ফেলবে!’

আরও ব্যঙ্গ করে সাকোর আহম্মেদ বলেন, ‘অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন!’


মন্তব্য