চট্টগ্রাম বিআরটিএ'র উদ্যেগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বিআরটিএ
  © সংগৃহীত

'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিআরটিএ'র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। দিবসটি উদযাপন উলক্ষে মঙ্গলবার সকালে নগরীর নতুনপাড়াস্থ বিআরটিএ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বিআরটিএ'র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: মাসুদ আলম বক্তব্য রাখেন। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মত্যাগের স্পিরিট সকলকে মনে-প্রাণে ধারণ করতে হবে। তাহলেই একটি প্রকৃত সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে এবং সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বিআরটিএ'র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ তৌহিদুল হোসেন বক্তব্য দেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, যে বৈষম্যহীন ও কল্যাণমুলক রাষ্ট্র গঠনের জন্য আপামর ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়েছে, আমরা যেন আমাদের ভাল কাজের মাধ্যমে তাদের সেই রক্তের ঋণ শোধ করতে পারি।

আলোচনা সভায় চট্টগ্রাম বিআরটিএ'র চট্ট মেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ'র ভ্রাম্যমান আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, বিআরটিএ'র চট্ট মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন। 

এছাড়াও সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিসহ বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল-১, চট্ট মেট্রো সার্কেল-২ ও চট্টগ্রাম জেলা সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।


মন্তব্য