চট্টগ্রামে সড়কে হতাহত পরিবারের পাশে বিআরটিএ

চট্টগ্রাম
  © সংগৃহীত

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ২৪ জনের পরিবারকে ১ কোটি ৮ লাখ টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শুক্রবার (২৯ আগস্ট) চট্টগ্রামের নতুন পাড়ায় এক মতবিনিময় সভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে ক্ষতিপূরণ বাবদ ১৩ লাখ টাকার চেক এবং নিহত ১৯ জনের প্রতি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ কোটি ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সভায় সড়ক পরিবহন খাতের নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান খুঁজে বের করার ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সড়ক নিরাপত্তা বিষয়ে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন- সিএমপি ট্রাফিক ডিভিশন (উত্তর)-এর উপ-পুলিশ কমিশনার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. নেছার উদ্দিন আহমেদ, বিআরটিএর পরিচালক (প্রশাসন) কামরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপ-পরিচালক (প্রশাসন) মাসুম বিল্লাহ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ।


মন্তব্য