বিভিন্ন দেশের ২২ লাখ টাকার মুদ্রাসহ যাত্রী আটক

যাত্রী
  © সংগৃহীত

মাঝে মাঝেই বিমানবন্দরে স্বর্ণ, বিদেশি অর্থসহ যাত্রী আটকের সংবাদ শোনা যায়। এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. আবদুল মজিদ নামে শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৭ জুলাই) গভীর রাতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী, কাস্টমস ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের প্রায় ২২ লাখ টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

আটক আবদুল মজিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাবুলি পাড়ার বাসিন্দা গুরা মিয়ার ছেলে। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে শারজাহ যাওয়ার কথা ছিল তার।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের আন্তর্জাতিক এন্টিহায়জাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে যাত্রী আবদুল মজিদের কাছে এন্ডোর্সমেন্ট বহির্ভূত কোনো বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চান সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. মাহফুজুর রহমান। তিনি অস্বীকৃতি জানালে তার যাত্রীর দেহ তল্লাশি করতে বলা হয়। পরে বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে এভসেক, কাস্টমস, ডিজিএফআই ও এনএসআই সদস্যদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে চার হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিরহাম, তিন হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমান দিনার ও বাংলাদেশি ৩৬ হাজার টাকা পাওয়া যায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, জব্দকৃত মুদ্রার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। আসামিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাদী একটি মামলা করেছেন।


মন্তব্য