মিরপুরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা

সমন্বয়ক
  © ফাইল ছবি

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক এস এম সায়েমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী সামসাদ আরা সাথী (৩৫) গত ১০ সেপ্টেম্বর মিরপুর-১ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এজহারে তিনি উল্লেখ করেন, গত ২৮ আগস্ট বিকেল ৪টার দিকে এস এম সায়েমের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন মিরপুর স্বাধীন বাংলা মার্কেট এলাকায় মব সৃষ্টি করে। তারা মার্কেটের তৃতীয় তলায় তার অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং সিকিউরিটি গার্ডসহ অন্যদের মারধর করে।

অভিযোগে আরও বলা হয়েছে, অফিসটিকে আওয়ামী লীগের কার্যালয় বলে মিথ্যা প্রচার চালানো হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে আহতদের নাম ব্যবহার করে মার্কেট দখলের চেষ্টা করা হয়। এ সময় অফিস থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা চুরি করা হয়। এছাড়া সিসি ক্যামেরা, আসবাবপত্রসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

ঘটনার পর মার্কেট ম্যানেজার পলাশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্বচক্ষে দেখে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

সূত্র জানায়, সমন্বয়ক সায়েম মিরপুরের বিইউবিটির ছাত্র। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান পরবর্তী   বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা, পুলিশ অফিসারদেরকে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।


মন্তব্য