সঞ্চয়পত্রে মুনাফা না বাড়ানোর কারণ জানালেন উপদেষ্টা

সঞ্চয়পত্র
  © ফাইল ছবি

দেশে সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিনিয়োগকারীরা। মুনাফা না বাড়ার কারণে এখন সঞ্চয়পত্রে অনীহা দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের। তবে এতে কেন মুনাফা বাড়ছে না, এর কারণ জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সঞ্চয়পত্রের মুনাফা বাড়িয়ে দিলে ব্যাংকে কেউ টাকা রাখবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে। ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক টাকা পাবে কোত্থেকে?”

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৩০ জুন রাষ্ট্রপতির আদেশে সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ছয় মাস সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার হবে ৯ দশমিক ৭২ শতাংশ।

নতুন নিয়ম অনুযায়ী, যাদের বিনিয়োগ কম, তারা তুলনামূলকভাবে বেশি ‍মুনাফা পাবে। অন্যদিকে যাদের বিনিয়োগ বেশি, তারা সুদ কম পাবে।

নতুন হারের জন্য বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ সঞ্চয়পত্রে কারও বিনিয়োগ যদি ৭ লাখ ৫০ হাজার টাকার কম হয়, তাহলে তিনি তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবে। বিপরীতে কারও বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে মুনাফা কমে আসবে।

সার্বিক দিক বিবেচনা করা হলে সঞ্চয়পত্রে বিনিয়োগে মুনাফার হার প্রতি লাখে ৫৭ টাকার মতো কমানো হয়েছে।


মন্তব্য