ডব্লিউটিও-র প্রতিবেদন
পোশাক রপ্তানিতে তৃতীয় ভিয়েতনাম; বাংলাদেশের অবস্থান কত?
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৯ PM

বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ গত বছরও বিশ্ববাজারে একক দেশ হিসেবে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। যদিও ওই সময় বিশ্ববাজারে রপ্তানি কমেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।
বাংলাদেশের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, আর শীর্ষে রয়েছে চীন।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চলতি মাসে সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছর বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্য ৪ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। টানা দুই বছর ধরে (২০২৩ ও ২০২৪ সাল) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৮ বিলিয়ন ডলারের ঘরে। গত বছর রপ্তানি আয় ছিল ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আর প্রবৃদ্ধি দশমিক ২১ শতাংশ।
রপ্তানিতে সামান্য প্রবৃদ্ধি থাকলেও বাজার হিস্যা কমে গেছে বাংলাদেশের। ২০২৩ সালে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বাজার হিস্যা ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। গত বছর সেটি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ।