বিদেশি বিনিয়োগে সুখবর
- বাংলাকণ্ঠ ডেস্ক:
- প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:২৭ AM

চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশে নিট সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১৪ দশমিক ৩১ শতাংশ বেশি। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আগের তিন মাসের তুলনায় সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রাজনৈতিক অস্থিরতা, গ্যাস-বিদ্যুতের সংকটসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এ মন্দাভাব চলছিল। গত বছরের শেষ ছয় মাসে তা ৭১ শতাংশ কমে যায়। তবে চলতি বছরের প্রথম তিন মাসে এফডিআই আসার হার বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে দেশে মোট ১৫৮ কোটি ডলারের এফডিআই এসেছে। এর মধ্যে ৭১ কোটি ডলার ফেরত নিয়ে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা।
সেই হিসাবে, গত জানুয়ারি–মার্চ সময়ে নিট এফডিআই এসেছে ৮৬ কোটি ডলারের বেশি।