এনবিআরের বরখাস্তের তালিকায় যোগ হল আরও ১২ কর্মকর্তা
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৭:১৪ PM

কিছুতেই স্বাভাবিক হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকান্ড। আন্দোলনের জেরে সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যহত রয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার আরও ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত অর্থ মন্ত্রনালয়। ফলে এনবিআরের কর্মকর্তাদের বহিস্কার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের তালিকা দিনকে দিন লম্বা ই হচ্ছে।
তবে মঙ্গবার বরখাস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ফেলার ঘটনাকে কারণ হিসেবে দেখিয়েছে অর্থ মন্ত্রনালয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে তারা ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, সিফাত-ই-মরিয়ম, যুগ্ম-কর কমিশনার মাসুমা খাতুন, মুরাদ আহমেদ, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, মোনালিসা শাহরীন সুস্মিতা, মো. আশরাফুল আলম প্রধান, উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, নুশরাত জাহান শমী, ইমাম তৌহিদ হাসান শাকিল ও শাহাদাত জামিল।
এর আগে ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থটির কর্তা-কর্মচারীরা।