৩১৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক; রিজার্ভে যুক্ত হবে আজ
- বাংলাকণ্ঠ ডেস্ক:
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১০:২৬ AM
-11629.jpg)
আবারও নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৫ জুলাই) নিলামের মাধ্যমে ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রতি ডলারের কাট-অফ রেট ধরা হয়েছে ১২১.৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত তিন দিনে দুটি পৃথক নিলামের মাধ্যমে মোট ৪৮৬ মিলিয়ন ডলার কেনা হয়েছে।
এসব ডলার আজ বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বাজারে ডলারের প্রবাহ বেড়ে যাওয়ায় মুদ্রাটির দর ব্যাপকভাবে কমে যাওয়ার প্রবণতা দেখা দেওয়ায় গত রোববার (১৩ জুলাই) ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৭১ মিলিয়ন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।