ইতিবাচক ধারায় ফিরেছে শেয়ারবাজার
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১২:৪৩ PM
-12139.jpg)
গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) লেনদেন চলছে সূচক বৃদ্ধির মাধ্যমে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও বেড়েছে। এ তথ্য ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আজ লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ পয়েন্টে, আর ‘ডিএস-৩০’ সূচক ৩২ দশমিক ৪৭ পয়েন্ট বাড়িয়ে পৌঁছেছে ২ হাজার ১১ পয়েন্টে।
এই সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪১৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৩টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ারদর।