যে ৯ কোম্পানীর শেয়ারে চাঙ্গা বাজার
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৮:১৫ PM

টানা ৪ দিন ধরে সব সূচকে উর্ধ্বমুখী প্রবনতায় চাঙ্গাভাব বিরাজ করছে দুই শেয়ারবাজারে। আজ বুধবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সেই চাঙ্গাভাব অব্যহত ছিল। এতে মোট ৯টি কোম্পানীর শেয়ারের নেতৃত্বেই বাজারে গতি ফিরেছে।
ডিএসই সূত্র জানা গেছে, আজকে লেনদেনে গত ১১ মাসের রেকর্ড ভঙ্গ করেছে সব সূচকে। অর্থ্যাৎ বুধবারের লেনদেন বিগত ১১ মাসের মধ্যে ছিল সর্বোচ্চ। এদিন ডিএসইতে মোট ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৬৪ কোটি ২৩ লাখ টাকা বেশি।
এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ডিএসইতে সর্বশেষ ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। প্রায় এক বছর পর বাজারে এমন লেনদেন প্রবাহে বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আস্থা তৈরি হয়েছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজকের এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে বড় ভূমিকায় ছিল ‘এ’ ক্যাটাগরির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর। লেনদেন তালিকার শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৯টিই ছিল ‘এ’ ক্যাটাগরির, যারা স্থিতিশীল মৌলভিত্তি ও বিনিয়োগকারীদের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।
লেনদেন বৃদ্ধির তালিকায় থাকা কোম্পানি ৯টি হলো- বিএটিবিসি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক এবং গ্রামীণ ফোন।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএটিবিসির। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৫ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩২৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৪ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৩ টাকা ২০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৩৩ কোটি ৬৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছির ৬৫ টাকা ২০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ব্যাংকের ২০ কোটি ৯৯ লাখ ৪১ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২০ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ১৬ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা এবং গ্রামীণ ফোনের ১৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।