নতুন এমডি পেল ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

এমডি
  © ফাইল ছবি

নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)। মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি খান সালাউদ্দিন মোহাম্মদ মিনহাজের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার ইউসিএলর পরিচালনা পর্ষদের ৩২৪তম সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়।

মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা ২০২০ সালের জুলাই মাস থেকে ইউসিএল-এর কোম্পানি সেক্রেটারি এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষায়িত খাদ্য ও কনজ্যুমার হেলথ কেয়ারসহ এফএমসিজি শিল্পে তার রয়েছে ২৭ বছরের পেশাগত অভিজ্ঞতা। নতুন দায়িত্বে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগাবেন।

বিশ্বের অন্যতম বৃহৎ এফএমসিজি কোম্পানি ইউনিলিভার ২০১৮ সালের ৩ ডিসেম্বর গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড (জিএসকেবিডি)-এর ৮১.৯৮ শতাংশ শেয়ার সেটফার্স্ট (জিএসকে গ্রুপ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান) থেকে অধিগ্রহণ করে।


মন্তব্য