শেয়ারবাজারে সরকারের যুগান্তকারী পদক্ষেপ
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM

গত ১৩ মাস ধরে পুঁজিবাজারে নতুন কোনো শেয়ার যুক্ত হয়নি। তবে এবার আসছে সুখবর। শেয়ারবাজারের গভীরতা ও তারল্য প্রবাহ বাড়াতে এবং বিনিয়োগকারীদের শক্তিশালী ভিত্তির কোম্পানিগুলোতে বিনিয়োগের সুযোগ তৈরি করতে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের এবং বিদেশি অংশীদারদের ধারণ করা শেয়ার দ্রুত শেয়ারবাজারে ছাড়া যায়।
সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পসচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনায় দেশের শেয়ারবাজারকে শক্তিশালী ও সম্প্রসারিত করার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব কোম্পানিতে সরকারের শেয়ার রয়েছে, সেগুলোর কমপক্ষে ৫ শতাংশ শেয়ার এবং বিদেশি মালিকানাধীন শেয়ারের সমপরিমাণ অংশ শেয়ারবাজারে অফলোড করা হবে। এই যুগান্তকারী পদক্ষেপের মূল লক্ষ্য হলো সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়িয়ে বাজারের পরিধি বিস্তৃত করা এবং সার্বিকভাবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা, যা দেশের অর্থনৈতিক গতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রে জানা গেছে, সরকার বিশেষ করে উচ্চ-পারফর্মিং বহুজাতিক কোম্পানিগুলোর মানসম্মত শেয়ার বাজারে আনার উপর জোর দিচ্ছে, যেখানে সরকারের এখনও অংশীদারিত্ব রয়েছে। এর মাধ্যমে মূলধনের ভিত্তি আরও প্রশস্ত হবে, বাজারের তারল্য বাড়বে এবং বিনিয়োগকারীরা মৌলিকভাবে শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পাবেন।
বৈঠকে অংশীজনরা শেয়ার অফলোডিং নীতি বাস্তবায়নের জন্য কোম্পানিগুলোর প্রস্তুতি এবং শেয়ার অফলোড করার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। যাতে এই শেয়ারগুলো সহজেই সেকেন্ডারি বাজারে তালিকাভুক্ত করা যায় এবং কোম্পানিগুলোর ফ্লোটিং শেয়ার বাড়ানো যায়।