ঢাকা সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাকিস্তান
  © সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার আওয়ামী দুঃশাসনের অবসানের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটছে। এরই অংশ হিসেবে চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। 

বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

ঢাকায় পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে আগামী রোববার (২৪ আগস্ট) পর্যন্ত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা। একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করবেন তিনি।

সফরকালে জাম কামাল খান বাংলাদেশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন।


মন্তব্য