একদিনেই পাকিস্তানে নিহত ১৯৪, ভারতে ৬০
- আন্তর্জাতিক ডেস্ক:
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে গত ২৪ ঘণ্টার ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯৪ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম পাকিস্তানের পাহাড়ি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সবচেয়ে বেশি ১৮০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া কমপক্ষে ৩০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু নিহত হয়েছেন।
কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরে আরও নয়জন নিহত হয়েছে এবং উত্তর গিলগিট-বালতিস্তান অঞ্চলে পাঁচজন মারা গেছে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমে ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেশ কয়েকটি এলাকাকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত একজন বিবিসিকে বলেন, ‘আমি একটি বিকট শব্দ শুনতে পেলাম, তখন পাহাড়টি পিছলে যাচ্ছে। আমি ছুটে বাইরে বেরিয়ে দেখলাম পুরো এলাকা কাঁপছে, যেন পৃথিবীর শেষ সময় চলে এসেছে। পানির তীব্রতায় মাটি কাঁপছিল, আর মনে হচ্ছিল মৃত্যু আমার মুখের দিকে তাকিয়ে আছে।’
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গাদাপুর বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বাজাউরে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে এম-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এদিকে ভারতের কাশ্মীরে প্রায় একই চিত্র। ভারত-শাসিত কাশ্মীরের একটি গ্রামে বন্যার ফলে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করে।