যানজটে প্রতিবছর অবাক করা ক্ষতি

যানজট
  © ফাইল ছবি

যানজটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাজধানী ঢাকার নাম। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো হওয়ার পরও পরিকল্পনার অভাবে যানজটে বছরে ৬৫০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে ঢাকা চেম্বারের এক সেমিনারে তিনি এ তথ্য জানান। এ সময় বক্তারা অভিযোগ করেন, ঢাকার ওপর চাপ কমাতে সরকারের কোনো টেকসই পরিকল্পনা নেই।

অবশ্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দাবি, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে।

ঢাকার বিকেন্দ্রীকরণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর উন্নয়ন নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

উদ্যোক্তারা বলেন, দ্রুত নগরায়নের ফলে রাজধানী ঢাকা মারাত্মক চাপের মুখে পড়েছে। যানজটের কারণে প্রতিদিন ১৪০ কোটি টাকার সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ঢাকার ওপর চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের তাগিদ দেন তারা।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘বড় বড় ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলসহ মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তবুও যানজটের কারণে প্রায় সাড়ে ৬ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা প্রায় ১৪০ কোটি টাকার সমপরিমাণ।’

পরিবেশ উপদেষ্টা জানান, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গাসহ ঢাকার ৪ ও বাইরের ৬৩ নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান যাতে আরও ৩ বছর সময় পায়, সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না। আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যদি বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে, আমাদের একটা সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেন।’

নগরের টেকসই উন্নয়নে শুধু পরিকল্পনা নয়, জবাবদিহি ও স্বচ্ছতার ওপর জোর দেওয়ার আহ্বান পরিকল্পনাবিদদের।

রাজধানীকে বাসযোগ্য করতে বহুমুখী পরিবহন নেটওয়ার্ক, সবুজ অবকাঠামো এবং ডিজিটাল সংযোগ নিশ্চিতের তাগিদ দেন আলোচকেরা।


মন্তব্য