ধরা খেলেন কর কর্মকর্তা মিতু
- বাংলাকন্ঠ রিপোর্ট:
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ AM

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী দুঃশাসনের অবসানের পর মানুষের মনে আশা ছিল নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। তবে সেই পুরাতন ব্যবস্থা এখনো রয়ে গেছে। সরকারি বিভিন্ন সেক্টরে ঘুষ, দুর্নীতি এখনও নির্মুল হয়নি। তবে এসব বিষয়ে কঠোর অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা পাওয়ার পর ঘুষ, দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন আর্থিক অনিয়মে পদক্ষেপ নিচ্ছে সরকার। এবার আয়কর আইনজীবীর মাধ্যমে ৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে স্পর্শকাতর নথি সরবরাহ করায় সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর অঞ্চল-৫, ঢাকার সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। তিনি এই কর অঞ্চলের সার্কেল-৯৩ এর করদাতা সালাহ উদ্দিন আহমেদের কাছ থেকে ৩৮ লাখ টাকা ঘুষ নিয়েছেন। যার বিনিময়ে এই করদাতার মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী বা আইটিপি) স্পর্শকাতর আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড সরবরাহ করেছেন। যার মধ্যে রয়েছে পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনালের আদেশ এবং অন্যান্য ডকুমেন্ট। সেজন্য এই সহকারী কর কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।